টিকে থাকার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে মে ২০১৭, শুক্রবার
| সকাল ১১:৩৬
ক্রিকেট
ই-বার্তা।। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় হেরেছে তারা। সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা।
আজ শুক্রবার ডাবলিনের ম্যালাহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে। বিটিভি, মাছরাঙা, গাজী টেলিভিশনে ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে।
আইরিশদের বিপক্ষে দ্বিতীয়বার মাঠে নামার আগে আবারও সবুজে ঢাকা উইকেটের ব্যাপারটি বিবেচনায় রাখতে হচ্ছে বাংলাদেশকে। তবে পেসবান্ধব উইকেট হলেও টিকে থাকলে রান আসবে, এমন উইকেটই থাকছে শুক্রবারের ম্যাচে। অন্য দুই ম্যাচের মতো আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আয়ারল্যান্ড আবহাওয়া অধিদপ্তর।
ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে চতুর্থ এবং নিজেদের তৃতীয় ম্যাচে তাই জিততেই হবে টাইগারদের। পরাজিত হলে সিরিজে যেমন পিছিয়ে পড়বে বাংলাদেশ ঠিক তেমনি র্যাং কিংয়ে পিছিয়ে গিয়ে ২০১৯ বিশ্বকাপের টিকিট পাওয়া নিয়েও বাড়বে শঙ্কা। যদিও আইসিসি প্রকাশিত ওয়ানডে র্যাং কিংয়ে ৯০ পয়েন্ট নিয়ে ৭ম অবস্থানেই রয়েছে মাশরাফির দল।
পরবর্তী খবর মাহমুদউল্লাহর সামনে নতুন রেকর্ড