সিআইএ’র ১৮ থেকে ২০ এজেন্টকে হত্যা করেছে চীন
ই-বার্তা
প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার
| বিকাল ০৪:৪৪
আমেরিকা
ই-বার্তা ডেস্ক ।। মাত্র দুই বছর সময়ের ব্যবধানে চীন সরকার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ১৮ থেকে ২০ এজেন্টকে হত্যা অথবা বন্দি করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
দু’জন মার্কিন কর্মকর্তা দৈনিক নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, সিআইএ’র যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে চীন ওইসব এজেন্টের তথ্য পেয়েছিল বলে ধারণা করছে ওয়াশিংটন। সিআইএ’র হয়ে কাজ করা এসব ব্যক্তিকে ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে হত্যা অথবা বন্দি করে চীন। এর মাধ্যমে চীনে সিআইএ’র তৎপরতাকে পদ্ধতিগতভাবে শেষ করে দেয়া হয় বলে ওই কর্মকর্তারা জানান।
সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর ওয়াশিংটন সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং-এর সঙ্গে ‘অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক’ শুরু করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া, চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে বেইজিং সফরের আমন্ত্রণও সাদরে গ্রহণ করেন ট্রাম্প। ঠিল এমন সময় এসব খবর প্রকাশিত হলো।
আগের খবর প্রথম বিদেশ সফরে ট্রাম্প