ট্রাম্পের বক্তব্য নিয়ে মার্কিন গণমাধ্যমের সমালোচনা
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার
| দুপুর ১২:৩৭
আমেরিকা
ই-বার্তা ।। মার্কিন গণমাধ্যমগুলো রিয়াদ সফরকালে প্রেসিডেন্ট ট্রাম্পের নানা বক্তব্য ও কর্মকাণ্ডকে অনৈতিক অভিহিত করে একে সৌদি একনায়ক শাসনের প্রতি ওয়াশিংটনের সমর্থন হিসাবে অভিহিত করেছে।
দৈনিক নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত এক প্রতিবেদনে লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প এ সিদ্ধান্তে পৌঁছেছেন যে, এখন থেকে তারা সৌদি আরবের নানা অপরাধী কর্মকাণ্ডের প্রধান সমর্থক হয়ে থাকবেন।
দৈনিক ওয়াশিংটন পোস্টও লিখেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্য বিষয়ে মার্কিন অতীত ভুলের পুনরাবৃত্তি করেছেন। তিনি ওই অঞ্চলের নির্যাতিত জনগণের পক্ষে নয় বরং স্বৈরাচারী সরকারগুলোর সমর্থনে বক্তব্য রেখেছেন।
মার্কিন ম্যাগাজিন আটলান্টিকও মন্তব্য করেছে, সৌদি আরব সফরে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ওই দেশে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনার বিষয়ে কোনো কথাই বলেননি।
প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সৌদি আরব সফর শেষ করে ইসরাইল সফরে যান এবং সেখান থেকে তার ইতালি যাওয়ার কথা রয়েছে।
পরবর্তী খবর ইমপিচমেন্ট হতে পারে ট্রাম্প ঃ হিলারি