আমাদের প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নস ট্রফি জয় : ইনজামাম


ই-বার্তা প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার  | বিকাল ০৫:১৫ ক্রিকেট

ই-বার্তা।। ভারত-পাকিস্তান যখনই মুখোমুখি হবে, তখনই উত্তেজনার সাগরে ভাসবে ক্রিকেট বিশ্ব এটা স্বাভাবিক। অনেক দিন পর আগামী ৪ জুন চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুাখি হতে যাচ্ছে দুই দল। গোটা ক্রিকেট বিশ্বের মতো ম্যাচটির জন্য মুখিয়ে আছেন ইনজামাম-উল-হকও। তবে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা সাবেক এই অধিনায়ক শুধুমাত্র এই ম্যাচের দিকে তাকিয়ে নেই, গোটা টুর্নামেন্টেই নজর তার। শিরোপাও জিততে চান তিনি।

বার্মিংহামের এজবাস্টনে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের ওই ম্যাচে নিশ্চিতভাবেই জয় চান ইনজামাম, তবে তার চিন্তা-চেতনা আরও অনেক দূর। পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য ডন’কে তিনি বলেছেন, ‘শুধু ভারতকে হারানোর জন্য আমরা ইংল্যান্ডে যাচ্ছি না। আমাদের প্রধান লক্ষ্য হলো শিরোপা জয়।’

২০০৪ সালে এই এজবাস্টনেই দেখা হয়েছিল ভারত-পাকিস্তানের। চ্যাম্পিয়নস ট্রফির সেই লড়াইয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল ইনজামামের দল। সেদিন ছিলেন অধিনায়কের ভূমিকায়, আর এবার প্রধান নির্বাচকের দায়িত্বে। সময় ও পরিস্থিতি ভিন্ন হলেও ভারতকে হারানোর বিশ্বাস আছে তার মনে, ‘আমরা আবার জিতব (ভারতের বিপক্ষে)।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ