আইপিএলের ফাইনালে মুখোমুখি পুনে ও মুম্বাই
ই-বার্তা
প্রকাশিত: ২১শে মে ২০১৭, রবিবার
| বিকাল ০৪:১৯
ক্রিকেট
ই-বার্তা।। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দশম আসরের ফাইনালে আজ রবিবার রাতে মাঠে নামছে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্ট। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জমজমাট ফাইনালের ম্যাচটি শুরু হবে ৮:৩০ মিনিটে।
এর আগে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ হযেছে তিনবার। তিনবারই পুনের কাছে হারতে হয়েছে রোহিতের মুম্বাইকে। সেদিকে ইঙ্গিত দিয়ে মু্বাইয়ের অধিনায়ক রোহি বলেন,‘তিনটি সাক্ষাতে ওদের বিরুদ্ধে হেরেছি। ফাইনালে ফের পুণের সঙ্গে ম্যাচটা কিন্তু খুব চিত্তাকর্ষক হতে চলেছে। আমরা দলীয় সংহতিতে বিশ্বাস রাখি। শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। ফাইনালে আমরা তেমনই ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’
গত তিনদিন বিশ্রাম সেরে তুলনায় অনেক বেশি চাঙ্গা রাইজিং পুণে সুপারজায়ান্ট শিবির। অধিনায়ক স্টিভ স্মিথের কথায়, ‘মুম্বই দলকে আমরা আগের মতোই সমীহ করি। ওরা দারুণ ক্রিকেট খেলছে। অধিনায়ক হিসেবে প্রথমবার আইপিএল ফাইনাল খেলতে চলেছি। ফলে আমরাও সেরা ক্রিকেটই উপহার দেব।’
আগের খবর ফাইনালে পুনের সঙ্গী মুম্বাই