ফাইনালে মুম্বাইয়ের নাটোকীয় জয়


ই-বার্তা প্রকাশিত: ২২শে মে ২০১৭, সোমবার  | সকাল ১০:৪৮ ক্রিকেট

ই-বার্তা।।শিরোপা জয়ের উৎসবে মেতেছে মুম্বাইয়ের গ্যালারি। রবিবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দশম আসরের ফাইনাল ম্যাচে রাইজিং পুনে সুপারজায়ানকে ১ রানে হারিয়ে নাটোকীয় জয় পেয়েছে মুম্বাই। সাবেক ক্লাব চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সে রেকর্ড টপকে তিনবার শিরোপা হাতে নেয় তারা। ২০১৩ ও ২০১৫ সালের পর আরেকবার সবার সেরা হলো তারা।

অবশ্য শিরোপা নির্ধারণী ম্যাচটা খুব সহজ হয়নি মুম্বাইয়ের জন্য। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি তাদের। জয়দেব উনাদকাটের জোড়া আঘাতে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। ইনিংসের তৃতীয় ওভারে পার্থিব প্যাটেল (৪) ও লেন্ডল সিমন্সকে (৩) ফেরান পুনের এ বোলার। মাঝে অ্যাডাম জাম্পা এক ওভারে তুলে নেন রোহিত শর্মা (২৪) ও কিয়েরন পোলার্ডের (৭) গুরুত্বপূর্ণ উইকেট। এ দুটি ধাক্কায় ৮ উইকেটে ১২৯ রানের বেশি তুলতে পারেনি মুম্বাই।

৩৮ বলে ৩ চার ও ২ ছয়ে হার্দিক পান্ডের ৪৭ রানই মুম্বাইয়ের সেরা ইনিংস। উনাদকাট ও জাম্পার সমান ২ উইকেট পান ড্যানিয়েল ক্রিস্টিয়ান। বিস্ময়কর হলেও সত্যি, এতো অল্প পুঁজি নিয়েও শেষ ওভারের জয় পেয়েছে মুম্বাই।

অথচ আজিঙ্কা রাহানে ও স্মিথের ব্যাটে শিরোপার সুবাস পাচ্ছিল পুনে। কিন্তু সব বদলে যায় ১৬.২ ওভারে মহেন্দ্র সিং ধোনির আউটের পর। তার আগে রাহানে ৩৮ বলে ৪৪ রান করে জয়ের আভাস দিয়েছিলেন।

বুমরার সঙ্গে লাসিথ মালিঙ্গা নিয়ন্ত্রিত বোলিং করলে শেষ ওভারে পুনের দরকারি রান দাঁড়ায় ১১। শেষ ওভারে বল হাতে নেন মিচেল জনসন। তার প্রথম বলে মনোজ তিওয়ারি বাউন্ডারি মেরে পুনের দর্শকদের উল্লাসে মাতান। তবে পরের বলেই লং অনে পোলার্ডকে ক্যাচ দেন তিনি। তারপরও ক্রিজে স্মিথ অপরাজিত থাকায় জয় ভিন্ন কোনও চিন্তা করেনি পুনে। কিন্তু ৫০ বলে ৫১ রান করে অধিনায়ক ধরা পড়লেন রাইডুর হাতে। স্মিথের বিদায়ে শেষ হয়ে যায় পুনের জয়ের স্বপ্নও।

শেষ ৩ বলে ৭ রান দরকার ছিল পুনের। চতুর্থ বলে বাই থেকে একটি রান নেন ওয়াশিংটন সুন্দর। পঞ্চম বলে হার্দিক ক্যাচ ফেলে দিলে ক্রিস্টিয়ান দৌড়ে নেন দুটি রান। শেষ বলে ৪ রান দরকার, শর্ট লেন্থে ইয়র্কার দেন জনসন। ডিপ স্কয়ার হয়ে বল ডিপ মিডউইকেটে গেলে বেশ সময় পান ক্রিস্টিয়ান। কিন্তু ২টি রান নেওয়ার পর তিন রানের সময় রান আউট হতে হয় তাকে। ততোক্ষণে মুম্বাইয়ের খেলোয়াড়রা আনন্দে মাতোয়ারা। ২০ ওভারে ৬ উইকেটে পুনে করে ১২৮ রান। ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট নেওয়া জনসনকেই বলা যেতে পারে ম্যাচের নায়ক।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ