স্কটল্যান্ডের কাছে শ্রীলঙ্কার হার


ই-বার্তা প্রকাশিত: ২২শে মে ২০১৭, সোমবার  | সকাল ১১:৫৬ ক্রিকেট

ই-বার্তা।। চ্যাম্পিয়নস ট্রফির আগে ইংল্যান্ডে নিজেদের ঝালিয়ে নিতে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। অথচ পূর্ণশক্তির শ্রীলঙ্কাকে পাত্তাই দিলেন না স্কটিশরা।

স্কটিশ ব্যাটসম্যানদের কোনও প্রতিরোধই দিতে পারেনি লঙ্কান বোলাররা। পূর্ণশক্তির দলকে চমকে দিয়ে ৭ উইকেটের বিশাল জয় আদায় করে নিয় তারা।

শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৭ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা। ওপেনার থারাঙ্গা ২০ রানে ফিরলেও আরেক ওপেনার কুশল পেরেরার ব্যাট থেকে আসে ৫৭ রানের ইনিংস। এছাড়া মিডল অর্ডারে দিনেশ চান্দিমাল ৭৯ ও কাপুগেদেরা ৭১ রান করেন।

২৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার ম্যাথু ক্রস ও কাইল কোয়েটজারের সেঞ্চুরিতেই আসে ২০১ রান। ক্রস ১২৩ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ১০৬ রানে ছিলেন অপরাজিত। উল্টো দিকে কোয়েটজার ছিলেন আরও বিধ্বংসী। ৮৪ বলে বিদায় নেওয়ার আগে করেন ১১৮ রান। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৪টি ছয়। এই দুই ওপেনারের ব্যাটে ভর করেই ৪২.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করে স্কটল্যান্ড।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ