বিদ্যুৎ উৎপাদনের তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে সরাকার ঃ রিজভি


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:০৫ রাজনীতি

ই-বার্তা ।। বিদ্যুৎ খাতে উন্নয়নের মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দিচ্ছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের তথ্যের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বক্তব্যের মধ্যে ফারাক রয়েছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।

রিজভী বলেন, ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শুধু বিপর্যয় বললে ভুল হবে, মানুষের জীবন বিপন্ন হয়ে চলেছে।

ঢাকাকে আলোকিত রাখতে রাতের বেলা বেশিরভাগ গ্রামকে রাখা হচ্ছে অন্ধকারে। এদিকে বিদ্যুৎ সংকটে সারা দেশের মানুষের মধ্যে যখন ত্রাহি দশা ঠিক তখন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট দিচ্ছে সম্পূর্ণ ভিন্ন তথ্য।
দেশে যে পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন ছিলো, উৎপাদন হয়েছে তার চেয়ে বেশি। সরকারের মন্ত্রী বলছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আমরা দিতে পারবো না। বর্তমান সরকার বিদ্যুৎ নিয়ে সবসময় মিথ্যা কথা বলে এসেছে। বিদ্যুৎ উৎপাদনের তথ্য দিয়ে তারা জনগণকে ধোঁকা দিচ্ছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ