মেয়র সাক্কু’র স্থায়ী জামিন


ই-বার্তা প্রকাশিত: ২৪শে মে ২০১৭, বুধবার  | দুপুর ১২:১৭ রাজনীতি

ই-বার্তা ।। দুর্নীতির মামলায় কুমিল্লার সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। আজ (বুধবার) মনিরুল হক সাক্কুর জামিনের মেয়াদ শেষ হলে তার আইনজীবী ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে স্থায়ী জামিনের আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তার স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেন। সেই সাথে আগামী ১২ জুন অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত। এর আগে গত ৯ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক জাহিদুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিন নেন।

দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি এক কোটি সাড়ে ১২ লাখ টাকা সম্পদের তথ্য গোপন করে তিনি দুদকে সম্পত্তির বিবরণী দাখিল করেছিলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২০০৮ সালের ৭ জানুয়ারি রমনা থানায় মামলা করেন দুদক। পরে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ