রমজানে ভেজালবিরোধী অভিযান শুরু করবে বিএসটিআই


ই-বার্তা প্রকাশিত: ২৩শে মে ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:০৩ অপরাধ

ই-বার্তা ।। ঢাকা মহানগরীতে ভেজালবিরোধী অভিযান শুরু করবে বিএসটিআই । রমজান শুরুর আগেই ৪টি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করবে। শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান চলবে সারা দেশের সব জেলা উপজেলাতেও।

মঙ্গলবার সকালে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময়, ভেজাল খাদ্যসামগ্রী উৎপাদক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দেন শিল্পমন্ত্রী।

সংবাদ সম্মেলনে চলতি অর্থবছরে সারাদেশের ৬ শতাধিক ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন অপরাধে দোষী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো থেকে ৪ কোটি টাকা জরিমানা আদায় করেছে বলেও জানায় শিল্প মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ