টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২৪শে মে ২০১৭, বুধবার  | বিকাল ০৪:২৭ ক্রিকেট

ই-বার্তা।। নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে। শেষ খবর পাওয়া পযর্ন্ত ৯ ওভারে এক উইকেট হারিয়ে ৫২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

ডাবলিনের এই ম্যাচটি জিতলে আবার র্যাংকিংয়ে সাত থেকে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে ম্যাচটি তাই এই কারণেও গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন নাসির। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেন নাসির। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সিরিজে বাইরে থাকার পর আবার সুযোগ মেলে আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজে। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা না হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সুযোগ পান। বাংলাদেশের একাদশে বদল এই একটিই।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ : লুক রঞ্চি, টম ল্যাথাম, নাইল ব্রুম, রস টেলর, কোরে অ্যান্ডারসন, কলিন মুনরো, জেমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতেন প্যাটেল।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ