বাংলাদেশ প্রযুক্তির আসন্ন গন্তব্যস্থল
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে মে ২০১৭, বুধবার
| বিকাল ০৫:৩৩
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।।সারা পৃথিবীতে প্রযুক্তির আসন্ন গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে আর্ন্তজাতিক পরিমন্ডলে পরিচিতি লাভ করেছে বলে দাবি করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।২৩ মে ন্যাশনাল ডেমো ডে উদযাপন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজনে এসব কথা বলেন।
পলক বলেন, এটুআই, উবার, টেকসাউসের মত আর্ন্তজাতিক সম্মেলনের সংযোগ আমাদের জাতীয় ডেমো ডে’কে আর্ন্তজাতিক মানে উন্নিত করবে
স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭ এর জন্য ৪৪ জন এবং ন্যাশনাল ডেমো ডে’র জন্য ৩২ জন উদ্যোক্তাকে চুড়ান্ত লড়াইয়ের জন্য নির্বাচিত করা হয়েছে। এ প্রতিযোগীদের মাঝ থেকে স্টাটআপ অ্যাওয়ার্ডের জন্য ১০ জনকে এবং ২৫ মে ন্যাশনাল ডেমো ডে’তে প্রকল্প উপস্থাপনের জন্য ৩ জনকে চুড়ান্ত নির্বাচন করা হবে।
উদ্যোক্তাদের মাঝথেকে একজন কে টেকসাউস গ্লোবাল সামিট এ অংশগ্রহণ করার জন সুযোগ দেওয়া হবে।
তথ্যপ্রযুক্তি খাতের নবীন উদ্ভাবনী উদ্যোগকে সম্মাননা জানাবে সরকার। দেশী সেরা, মহিলা ও আঞ্চলিক বিভাগে সর্বমোট দশটি উদ্যোগকে সম্মাননা জানানোর পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পরিচয় করিয়ে দিতে জাতীয় ভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ন্যাশনাল ডেমো ডে ও স্টার্টআপ অ্যাওয়ার্ড ২০১৭”।
আগের খবর ফেসবুককে হুমকি থাই সরকারের
পরবর্তী খবর শেখার জন্য পথে নেমেছি,নেতা হওয়ার জন্য নয়