রোবটের কারণে ২০৩০ সালের মধ্যে ৮০ কোটি মানুষ চাকরি হারাবে
ই-বার্তা
প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার
| দুপুর ১২:১২
অন্যান্য
ই-বার্তা।। স্বয়ংক্রিয় রোবটের কারণে ২০৩০ সালের মধ্যে বিশ্বের ৮০ কোটি মানুষ চাকরি হারাবে। নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসি।
৪৬ দেশ এবং ৮শ’ পেশার মানুষের ওপর চালানো ম্যাককিনসে গ্লোবাল ইন্সটিটিউট ওই সমীক্ষা চালিয়েছে। রোবটের কারণে বিশ্বের এক পঞ্চমাংশ কর্মক্ষেত্র প্রভাবিত হবে।
সমীক্ষা বলছে, এক তৃতীয়াংশ ধনী দেশগুলোর কর্মক্ষেত্র যেমন জার্মানি এবং যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতেও রোবটিক প্রযুক্তির কারণে প্রভাবিত হবে। ফলে এসব দেশে অনেক ধরনের কাজে পারদর্শী এমন লোকজনই কর্মক্ষেত্রে এগিয়ে থাকবেন।
মেশিন অপারেটর এবং খাদ্য সরবরাহে নিয়োজিত লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে এক্ষেত্রে দরিদ্র দেশগুলো খুব বেশি প্রভাবিত হবে না। কারণ অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে খুব বেশি বিনিয়োগ করার মতো অর্থ তাদের কাছে নেই।
ভারতে মাত্র ৯ শতাংশ কর্মক্ষেত্রে এসব প্রযুক্তি মানুষের বদলে জায়গা দখল করতে পারবে। তবে ডাক্তার, আইনজীবী, শিক্ষক ইত্যাদি পেশায় প্রযুক্তির ব্যবহার খুব কমই হবে।
২০৩০ সালের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই কয়েক কোটি মানুষ চাকরি হারাবে। অপরদিকে, যুক্তরাজ্যের ২০ শতাংশ মানুষ কাজ হারাবে।
আগের খবর নতুন অ্যাপভিত্তিক পরিবহনসেবা ইজিআর