বাংলাদেশকেও পাল্টা বার্তা দিল ইংল্যান্ড
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ১২:৩৯
ক্রিকেট
ই-বার্তা।।চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। বুধবার রাতে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দাপুটে জয়ে পেয়েছে বাংলাদেশ। একই রাতে সাউথ আফ্রিকাকে ৭২ রানে উড়িয়ে দিয়ে নিজেদের প্রস্তুতিটা ভালোই সেরেছে ইংল্যান্ড। এ জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশকেও পাল্টা বার্তাটা দিয়ে রাখল তারা।
জয়ে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন মরগ্যান। তার সেঞ্চুরি ও মঈন আলির ঝড়ে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৩৯ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কককে (৬) হারিয়ে শুরু সফরকারীদের। পরে ১১২ রানের জুটিতে প্রতিরোধ গড়েন হাশিম আমলা (৭৩) ও ফ্যাফ ডু প্লেসিস (৬৭)। এই দুই ব্যাটসম্যানকে ফেরানোর পরই ভেঙে পড়ে প্রোটিয়া প্রতিরোধ। বাকিদের মধ্যে বলার মত অবদান কেবল ৩৮ বলে ৭টি চারে ৪৫ রান করা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের।
ইংলিশদের হয়ে ৩৮ রানে ৪ উইকেট নিয়ে সেরা ক্রিস ওকস। দুই স্পিনার আদিল রশিদ ও মঈন ২টি করে উইকেট নিয়েছেন। ম্যাচসেরাও অলরাউন্ডার মঈন।