চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো কিছু করতে পারবো : মুশফিক


ই-বার্তা প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:০৬ ক্রিকেট

ই-বার্তা।। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এ জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা ভালোই হলো বলে মনে করেন মুশফিকুর রহিম। দলের চাপের মুখে ব্যাট করতে নেমে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাবেক এই অধিনায়ক। ৪৫ বল খেলে ৪৫ রান করে অপরাজিত থাকেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠে তার হাতে।

বুধবার ম্যাচ শেষে মুশফিকুর রহিম বলেন, ‘বোলাররা দারুণভাবে ফিরে এসেছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল নিউজিল্যান্ড ৩০০ প্লাস রান করবে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে প্রস্তুতিটা ভালোই হলো। আশা করি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আমরা ভালো কিছু করতে পারব’।

আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। গ্রুপ পর্বে ইংল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ