তাহলে কি সত্যই পাতানো ছিল আইপিএলের ফাইনাল?
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার
| দুপুর ০১:৫৯
ক্রিকেট
ই-বার্তা।।এবারের আইপিএলে ফাইনালটি পাতানো হয়েছিল বলে গুণজন উঠেছে। আর এই গুণজন উঠেছে “ক্রিকেটরে ভিতরে” নামে এক অজ্ঞাত টুইট র্বাতা থেকে।
অজ্ঞাত ওই টুইটারে দেখা যায়, ৩ মে থেকে ২০ মে পর্যন্ত আইপিএল নিয়ে যতগুলো ভবিষ্যদ্বাণী করেছেন, সবই মিলছে হুবহু।
ফাইনাল হয়েছিল ২১ মে রাতে। কিন্তু ২০ মে ওই ব্যক্তি টুইটে বলেন পুনেকে মুম্বাই ১ রানে হারাবে। মুম্বাই আগে ব্যাট করে ১২০-১৩০ করবে। আর শেষ ওভারে জিতবে মুম্বাই।
এখানেই শেষ নয়, ম্যাচে কোনো নো বল হবে না। স্মিথ সর্বোচ্চ রান সংগ্রহ করবে। তার স্ট্রাইক রেট ১০০ এর কম থাকবে। পোলার্ড একটি ছয় মারবে। ত্রিপতি ও প্যাটেল ১০ রানের আগে সাজঘরে ফিরবে। পুনে আগে বোলিং করবে। ম্যাচ শেষে দেখা যায় তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গেল।
ফাইনাল ম্যাচের আগেও কয়েকটা টুইট করেছেন তিনি। তাওর মিলেছে পুরোপুরি। এমন ঘটনা দেখে ধারণা করা হচ্ছে পাতানো ছিল এবারের আইপিএল?
পরবর্তী খবর র্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠল বাংলদেশ