৪ নভেম্বর থেকে বিপিএলের পঞ্চম আসর, থাকবে ৮ দল
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার
| বিকাল ০৩:২১
ক্রিকেট
ই-বার্তা।।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের খেলা শুরু হবে আগামী ৪ নভেম্বর। ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা একটি বাড়িয়ে আটটি করা হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানায় বিপিএলের গভর্নিং কাউন্সিল।
তবে ফ্র্যাঞ্চাইজি নির্ধারিত ডকুমেন্ট দিতে ব্যর্থ হলে দলের সংখ্যা
কমতে পারে বলেও জানিয়েছে কাউন্সিল। তারা আরও জানিয়েছে, এই আসরে ম্যাচ হবে ৬০টি। মোট ৩টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
২০১২ সালে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর। পরের বছরই অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসর। কিন্তু এরপর ফিক্সিং কেলেঙ্কারিতে বন্ধ ছিল আইপিএল। ২০১৪ সালে আইপিএলের আসর অনুষ্ঠিত হয়নি। ২০১৫ সালে অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। আর গতবছর অনুষ্ঠিত হয় চতুর্থ আসর।
আগের খবর র্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠল বাংলদেশ
পরবর্তী খবর যেভাবে র্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ