যেভাবে র‌্যাংকিংয়ে ছয়ে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:১২ ক্রিকেট



বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে ৯১ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে ছিল বাংলাদেশ। আর ৯৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের পয়েন্ট বেড়ে হলো ৯৩।বর্তমানে শ্রীলঙ্কার থেকে দশমিক পয়েন্টে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের মূল পয়েন্ট ৯৩.৩। আর শ্রীলঙ্কার মূল পয়েন্ট ৯২.৮। অর্থাৎ, শ্রীলঙ্কার চেয়ে পয়েন্ট ফাইভ বা হাফ পয়েন্ট এগিয়ে টাইগাররা।


বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এটি সেরা র্যাঙ্কিং। তবে র‌্যাংকিংয়ের পরবর্তী ধাপ বাংলাদেশের জন্য অনেক কঠিন। এখন ১১১ পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছে ইংল্যান্ড। আর বাংলাদেশের বর্তমান পয়েন্ট ৯৩। অর্থাৎ, ইংলিশদের চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে রয়েছে টাইগাররা।

র‌্যাংকিংয়ে নিজেদের চেয়ে উপরের অবস্থানে থাকা দলগুলোর সঙ্গে জিততে পারলে বেশি পয়েন্ট বাড়ে। আর নিচের দলগুলোর সঙ্গে জিতলে পয়েন্ট বাড়ে সামান্য। কিন্তু হারলে আবার পয়েন্ট হারাতে হয় বেশি।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ