ফেইসবুক টাইমলাইনে হাইড ছবি বা পোস্ট আনা
ই-বার্তা
প্রকাশিত: ২৫শে মে ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৬:৫৯
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক।। ফেইসবুক টাইমলাইনে হাইড ছবি বা পোস্ট নিয়ে বিপাকে পরেন অনেকেই।টাইমলাইন থেকে অনেক সময় কিছু ছবি বা পোস্ট আমরা হাইড করে দেই। অনেক সময় কাজটি ভুলেও হয়ে থাকে ।প্রয়োজনে অথবা আবার ইচ্ছে হয় টাইমলাইনে ছবি বা পোস্ট ফিরিয়ে আনার তখন কি করবেন?
কিভাবে কাজটি করতে হবে তা এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো।
প্রথমে ফেইসবুকে লগইন করে উপরে ডান পাশ থেকে ‘activity log’-এ ক্লিক
করতে হবে।
এরপর বাম পাশে থাকা অপশন থেকে ‘posts you’ve hidden’- এ ক্লিক করতে হবে।
তাহলে আপনার টাইমলাইনে হাইড করে রাখা ছবিগুলো প্রদর্শিত হবে। ডান পাশে সাল অনুযায়ী টাইমলাইন দেখা যাবে।
সেখান থেকে যে ছবিটি আপনি হাইড করেছিলেন সেটি আনহাইড করতে ছবি পাশ থেকে হাইড আইকনের উপর ক্লিক করতে হবে।
তারপর ‘allowed on timeline’-এ ক্লিক করতে হবে। তাহলেই হাইড করা ছবিটি পুনরায় টাইমলাইনে প্রদর্শিত হবে।
আগের খবর বেসরকারিভাবে প্রথম রকেট উৎক্ষেপণ
পরবর্তী খবর রবির লোকসান ১৭১ কোটি টাকা !