এদেশে কোন মূর্তি থাকবে না: হেফাজত
ই-বার্তা
প্রকাশিত: ২৬শে মে ২০১৭, শুক্রবার
| বিকাল ০৩:৩৪
রাজধানী
ই-বার্তা।। সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের মূর্তি অপসারণের পর দেশে স্থাপিত সব মূর্তি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিলে এ দাবি জানান ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।
এসময় তিনি বলেন, কোনও অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।
সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি সরিয়ে নেওয়ায় জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্বে বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলামের নেতারা।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।
পরবর্তী খবর গনভবনের সামনে গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্য নিহত