টাইগারদের সামনে ৩১২ রানের চ্যালেঞ্জিং টার্গেট


ই-বার্তা প্রকাশিত: ২৮শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:৪১ ক্রিকেট

ই-বার্তা প্রতিবেদক : ২য় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে ৩১২ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান সংগ্রহ করে তারা । টাইগারদের পক্ষে সর্বোচ্চ চার উইকেট নেন তাসকিন।বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে তিনি লুফে নেন নিজের হ্যাট্রিক ।এছাড়া মাশরাফি,মিরাজ,মুস্তাফিজ একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার পক্ষে সেঞ্চুরি পান মেন্ডিস। ১০৭ বল খেলে ৯ চার এবং এক ছক্কায় তিনি ১০২ রান করেন । এছাড়া থারাঙ্গা ৬৫,চান্দিমাল ২৪,গুণারত্নে৩৯,শ্রীবর্ধনে ৩০ রান করেন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ