দুরন্ত তাসকিনের প্রথম হ্যাটট্রিক
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে মার্চ ২০১৭, মঙ্গলবার
| সন্ধ্যা ০৭:৫৯
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ২য় ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিকসহ চার উইকেট পেলেন তাসকিন ।শেষ ব্যাটসম্যান হিসেবে স্ট্রাইকে থাকা প্রদীপকে ফিরিয়ে তিনি হ্যাটট্রিকের রেকর্ড গড়েন । বাংলাদেশের পক্ষে পঞ্চম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হন তাসকিন। প্রদীপ ছাড়াও মেন্ডিস,গুণারত্নে,লাকমলের উইকেট পান তিনি । মোট ৮.৫ ওভার বল করে ৪৭ রান দেন তাসকিন ।
বাংলাদেশের পক্ষে হ্যাটট্রিককারী অন্য চার বোলার হলেন শাহাদাত হোসেন ,আব্দুর রাজ্জাক,তাইজুল ইসলাম এবং রুবেল হোসেন ।
পরবর্তী খবর আগামী আইপিএল খেলছেননা কাটার মাষ্টার