প্রস্তুতি ম্যাচে আজ বিকালে মুখমুখি বাংলাদেশ ও পাকিস্তান


ই-বার্তা প্রকাশিত: ২৭শে মে ২০১৭, শনিবার  | দুপুর ০২:৫৮ ক্রিকেট

ই-বার্তা।। আগামী ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। এর আগে প্রতিটি দল দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রস্তুতি ম্যাচে পাকিস্তান ও ভারত বিপক্ষে খেলবে টাইগাররা । আজ শনিবার বিকাল ৩:৩০ মিনিটে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ হলেও খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও পাকিস্তানের পিটিভিতে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে মোট আটটি দল। প্রথমে অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। দুইটি গ্রুপের প্রত্যেকটিতে চারটি করে দল খেলবে। গ্রুপ ‘এ’-তে খেলবে বাংলাদেশ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। গ্রুপ ‘বি’-তে খেলবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শফিউল ইসলাম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান স্কোয়াড: সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, হারিস সোহেল, আহমেদ শেহজাদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ আমির, শাদব খান, ওয়াহাব রিয়াজ, আজহার আলী, ফাহিম আশরাফ, হাসান আলী, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ