সাঙ্গাকারার টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি !


ই-বার্তা প্রকাশিত: ২৭শে মে ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৫৬ ক্রিকেট

ই-বার্তা।। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০১৫ সালের আগস্টে। এখন প্রথম শ্রেণির ক্রিকেটে উড়িয়ে যাচ্ছেন সাফল্যের পতাকা। কাউন্টি দল সারের হয়ে রানের বৃষ্টি ঝরাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। এসেক্সের বিপক্ষে হার না মানা ১৭৭ রানের ইনিংস খেলে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি পূরণ করেন তিনি।আগের ইনিংসগুলো যথাক্রমে- ১৩৬, ১০৫, ১১৪ ও ১২০।

এসেক্সের বিপক্ষে প্রথম ৫০ মিনিটে সারের রান ছিল ৫ উইকেটে ৩১। দলের কঠিন বিপর্যয় কাটিয়ে এই ব্যাটসম্যান খেলেছেন হার না মানা ১৭৭ রানের ইনিংস।

এর আগে ক্রিকেট বিশ্বের মাত্র সাত ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে টানা পাঁচ বা তার বেশি সেঞ্চুরি করতে পেরেছেন। টানা ছয়টি করে সেঞ্চুরি আছে সিবি ফ্রাই, মাইক প্রোক্টার ও ডন ব্র্যাডম্যানের। আর টানা পাঁচের তালিকায় এভারটন উইকস, ব্রায়ান লারা, মাইক হাসি ও পার্থিব প্যাটেলের পাশে বসলেন সাঙ্গাকারা।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ