‘যখন দেখে পালানোর পথ নেই তখন তারা আত্মহনন করে’


ই-বার্তা প্রকাশিত: ৩০শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:২৮ অন্যান্য

ই-বার্তা প্রতিবেদক :
মৌলভীবাজারের ফতেহপুরে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় বিস্ফোরণে সাত থেকে আট জন নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে ফতেহপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এদের সবাই নব্য জেএমবির সদস্য বলে ধারণা করছেন তিনি।

মনিরুল আরো জানান, ওই বাড়ির ভেতরের দৃশ্য বীভৎস। সেখানকার ছবি তুললে তা গণমাধ্যম প্রচার করতে পারবে না। প্রতিটি মরদেহই বিচ্ছিন্ন হয়ে গেছে।অভিযানের সময় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট হ্যান্ড মাইকের সাহায্যে ভেতরে থাকা সন্দেহভাজন জঙ্গিদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু তারা তাতে রাজি হননি। বিকালে অভিযান শুরুর পর মোট ১২টি বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যার দিকে প্রচণ্ড একটি বিস্ফোরণে ঘরের দরজাসহ কিছু গ্লাস ভেঙে যায়। মনিরুল ইসলাম বলেন, ‘সোয়াট যখন অভিযান শুরু করে, তখন তারা যখন দেখে পালানোর পথ নেই তখন তারা আত্মহনন করে।ভেতরে আমরা যে দৃশ্য দেখেছি সেটি ছিল বীভৎস চিত্র। মাংস ছড়ানো আছে গোটা কক্ষে। এই দৃশ্য ধারণ করলে আপনারা প্রচার করতে পারতেন না ’

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ