জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল অপারেশন ম্যাক্সিমাস : মনিরুল
ই-বার্তা
প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৭, শনিবার
| রাত ১০:০৩
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক : মৌলভীবাজারের বড়হাটে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট পরিচালিত অভিযান ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয় শনিবার ।এ অভিযানে ওই আস্তানার ভেতর দুজন পুরুষ ও একজন নারীর মৃতদেহ পাওয়া যায় ।কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এক ব্রিফিংয়ে জানান, জঙ্গিদের বারবার আত্মসমর্পণ করার জন্য আহ্বান জানালেও তারা তাতে সাড়া দেয়নি।তাদের জীবিত ধরার চেষ্টা করা হয়। কিন্তু সোয়াট ঘটনাস্থলের কাছে যাওয়ার চেষ্টা করলে সন্দেহভাজনরা বিস্ফোরণ ঘটায়।তিনি আরো জানান আজ ভবনে ঢোকার পর তিনটি লাশ দেখেছেন তারা ।মনিরুল বলেন এই অভিযানটি বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ ছিল । এই অভিযান সন্ত্রাস দমনের অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ভবিষ্যতে বিবেচিত হবে ।
পরবর্তী খবর বিমানে শ্রমিক আন্দোলনে নিষেধাজ্ঞা জারি