আপনালয়
ই-বার্তা
প্রকাশিত: ৪ঠা জুন ২০১৭, রবিবার
| সন্ধ্যা ০৭:২০
গদ্য
মামুন রণবীর
প্রকৃতি আমাদের নিয়ে খেলতে পছন্দ করে ।এ খেলায় শামিল হয় অদ্ভুত কিছু মানুষ,অদ্ভুত এক জগতে।
যেখানে কেউ চাইলেই পায় কেউ না চাইলেও পায় । না পেলেও চায়। পেয়ে হারায় । হারিয়েও পায় । আবার শত চাইলেও পায়না ।
পাওয়া না পাবার মাঝে জীবন এগিয়ে চলে। কখনো কখনো আমরা স্থির হই । ধীর লয়ে পা বাড়াই ।সাবধানী চোখ বড্ড মেজাজ নিয়ে সামনে তাকায় ।আমরা সামনে তাকাতে পছন্দ করি।
একটু ভাবনাকাতর হলে অতীত দেখতে পাই । অতীত নাকি বড্ড খোসমেজাজী ।তাইতো মধুর কিছু মুহূর্ত থাকে।
প্রকৃতি আমাদের নিয়ে খেলতে পছন্দ করে । অতীত,বর্তমান অথবা ভবিষ্যতের প্রতিটি মুহূর্তে প্রকৃতি খেলে যায়, আমরা শামিল হই ।এ জগতের একটা শব্দ খুব ব্যস্ত ।আমরা তাকে সময় বলে ডাকি ।
সময়ের ডানায় চেপে আমরাও ব্যস্ত হয়ে যাই ।এতোই ব্যস্ত হই যে নিজেকে দেবার মতো সময়টুকুও মেলে না। তাই আনমনেই লিখে ফেলি কোন কোন ব্যস্ত দুপুর আছে নিজের খোঁজ নিতে ভুলে যাই,কেমন আছি ?আচ্ছা এতো ব্যস্ততা দিয়ে কি হবে ? যদি নিজেকেই সময় না দিতে পারি ।
এ জগতে নিজের জন্যে কিছু সময় বরাদ্দ রাখতে হয় । নিজেকে বুঝতে , নিজেকে আপনালয়ে খুঁজতে ।কিংবা কোন কারণ ছাড়াই।
সব ব্যাপারে কারণ খুঁজতে গিয়ে আমরা জীবনটাকেই জটিল করে ফেলি ।জীবনকে জীবনের মতো চলতে দেইনা ।অথচ খুব সাধারণ হয়েও অসাধারণ কাজ করা যায় । এবার আমিও নিজেকে খুঁজে ফিরবো মানবজমিনের অচেনা অরণ্যে ।মানব সীমান্তে মনের অজান্তে ।