হারাম শরীফ পর্যবেক্ষণের জন্য ৯ হেলিকপ্টার
ই-বার্তা
প্রকাশিত: ৫ই জুন ২০১৭, সোমবার
| রাত ০৯:৪৪
মধ্যপ্রাচ্য
ই-বার্তা প্রতিবেদক।।রমজান মাস উপলক্ষে ওমরাহ পালন করতে আসা হাজিদের সংখ্যা অনেক বেড়ে যায় সৌদি আরবে। হজযাত্রীদের বিশেষ সুরক্ষার জন্য সৌদি আরবের বাদশা ৯টি হেলিকপ্টার নিয়োজিত রেখেছেন।মুহূর্তের মধ্যে এই হেলিকপ্টারের সাহায্যে সেবা প্রদান করা সম্ভব হবে।
সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদেনে বলছে, স্পেস সিকিওরিটি বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইদুল হারবি বলেন, ৯টি হেলিকপ্টার মক্কার পবিত্র হারাম শরীফ পর্যবেক্ষণ করছে।
সৌদি এই কর্মকর্তা বলেন, যেকোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা সেবা দিতে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স রাখা হয়েছে। যেখানে একটু বেশি ভিড় দেখা যাবে সেখানে হেলিকপ্টার থেকে পর্যবেক্ষণ করে দেখা হবে।
পরবর্তী খবর সৌদি আরবে আল-জাজিরার অফিস বন্ধের ঘোষণা