ছুরিকাঘাতে ইসরায়েলি সেনা, গুলিতে ফিলিস্তিনি কৃষকের মৃত্যু


ই-বার্তা প্রকাশিত: ২রা ডিসেম্বর ২০১৭, শনিবার  | সকাল ১১:১৫ মধ্যপ্রাচ্য

ই-বার্তা।। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দুর্বৃত্তের ছুরির আঘাতে এক ইসরায়েলি সেনা সদস্যের মৃত্যু হয়েছে। তবে পুলিশ সন্দেহ করছে এটা ‘সন্ত্রাসী হামলা’। এর আগের দিন পশ্চিম তীরে ইসরায়েলি বাসিন্দার গুলিতে এক ফিলিস্তিনি কৃষক নিহত হন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড জানান, ১৯ বছর বয়সী ওই সেনা সদস্যের নাম আইজ্যাক কুকিয়া। বৃহস্পতিবার রাতে তাকে আরাদ শহরের একট বাসস্টপে হত্যা করা হয়। নিরাপত্তা বাহিনী হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে। হামলাকারীকে ধরতে কয়েকশ পুলিশ মাঠে নেমেছে। আরাদ শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি তল্লাশি চলছে। তিনি বলেন, ‘আলামত দেখে মনে হচ্ছে এটা সন্ত্রাসী হামলা।’

এর আগে বৃহস্পতিবার পশ্চিমতীরের কুসরা গ্রামে এক কৃষককে গুলি করে হত্যা করে এক ইসরায়েলি বাসিন্দা। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, মাহমুদ ওদেহ নামে ওই ব্যক্তি নিজের জমিতে কাজ করছিলেন। তার বুকে গুলি করা হয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ অস্বীকার করে জানায়, নিহত ব্যক্তির পাথরের আঘাত থেকে বাঁচতে ইসরায়েলি ব্যক্তি গুলি করেছে।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য এর আরও সংবাদ