লন্ডন ব্রিজে হামলাকারীর ছবি সহ নাম প্রকাশ


ই-বার্তা প্রকাশিত: ৬ই জুন ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০১:০২ ইউরোপ

ই-বার্তা ।। ব্রিটেনের লন্ডন ব্রিজ ও বরো মার্কেটে হামলাকারী নাম প্রকাশ করেছে পুলিশ। তাদের একজন ২৭ বছর বয়সী খুররাম বাট। অন্যজন ৩০ বছর বয়সী রাশিদ রেদোয়ান। তারা পূর্ব লন্ডনের বার্কিংয়ে কয়েক বছর ধরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, খুররাম পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এবং রাশিদ মরোক্কো বংশোদ্ভূত লিবীয় নাগরিক। শনিবারের হামলায় এ দুই জনসহ আরও একজন অংশ নেয়। নিরাপত্তাবাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড এবং এমআই-ফাইভ খুররাম সম্পর্কে জানতো। তবে, হামলার বিষয়ে তাদের কাছে গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছিল না। হামলাকারীদের বিষয়ে বিস্তারিত জানতে এবং তাদের সহায়তাকারীদের বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

এছাড়া, ছয় নারী এবং চার পুরুষকে জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তাবাহিনী। ওই হামলায় ৭ জন নিহত হয়। আহত হয় অর্ধশতাধিক।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ