৬ দফা দিবস আজ
ই-বার্তা
প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার
| দুপুর ১২:২৫
রাজনীতি
ই-বার্তা ।। ঐতিহাসিক ৬ দফা দিবস আজ। এ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ এ তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
সকালে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। পরে দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষে প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
১৯৬৬ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়।
এই দিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গি, ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর এর গুলিতে ১০ বাঙালি শহীদ হন। আর এ ছয় দফার উপর ভিত্তি করেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান অতপর স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে পরাধীনতার শৃঙ্খল ভাঙে বাঙালি জাতি। বিশ্বের মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন বাংলাদেশ নামের একটি সাবভৌম রাষ্ট্র।
আগের খবর বাংলাদেশ ভারত যোগাযোগ আরোও সহজ হলো
পরবর্তী খবর শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে