শেখ হাসিনার সরকারের আমলেই তিস্তা চুক্তি হবে


ই-বার্তা প্রকাশিত: ৭ই জুন ২০১৭, বুধবার  | দুপুর ১২:৫১ রাজনীতি

ই-বার্তা ।। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সরকারের আমলেই বাংলাদেশ ও ভারতের মধ্যে তিস্তা চুক্তি হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

বুধবার সকালে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আগামী নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি নন।

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয় নিয়ে কথা বলতে পারি না। আমাদের বৈঠকে দুই দেশের সরকারের সহযোগিতার বিষয়ে কথা হয়েছে। এছাড়া আমি ভারত-বাংলাদেশের বর্তমান দুই প্রধানমন্ত্রীর আমলেই তিস্তা চুক্তি হবে বলে প্রধানমন্ত্রী মোদির দেয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে চাই।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ