কাতার সমস্যা যুদ্ধে রুপ নিতে পারে ঃ জার্মানি


ই-বার্তা প্রকাশিত: ১১ই জুন ২০১৭, রবিবার  | দুপুর ০২:১২ ইউরোপ

ই-বার্তা ।। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কাতার ও পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশের মধ্যকার বর্তমান অচলাবস্থা শেষ পর্যন্ত যুদ্ধে রূপ নিতে পারে।

তিনি বলেন, কাতার ও প্রতিবেশী দেশগুলোর এই সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে; এ সুযোগ কাজে না লাগালে যুদ্ধের হুমকি অনেক বেড়ে যাবে। জার্মানির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে গ্যাব্রিয়েল এসব কথা বলেছেন এবং তার এ সাক্ষাৎকার শনিবার প্রকাশিত হয়েছে।

কাতার এবং প্রতিবেশী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মধ্যকার চলমান এই সংকটের জন্য দুঃখ প্রকাশ করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমি চলতি সপ্তাহে সৌদি আরব, কাতার ও তুরস্কের

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি এবং ইরান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছি। আমি জানি বিষয়টি কতটা মারাত্মক পর্যায়ে রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির জন্য একটা সম্ভাবনাও রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইউরোপ এর আরও সংবাদ