ভারী বৃষ্টিতে চট্রগ্রাম শহরের নাজেহাল অবস্থা
ই-বার্তা
প্রকাশিত: ১৩ই জুন ২০১৭, মঙ্গলবার
| বিকাল ০৫:১২
চট্টগ্রাম
ই-বার্তা।।দূর থেকে দেখে মনে হতে পারে কোন নদী বা কোন জলাশয় দিয়ে কর্মব্যস্থ মানুষ ছুটে চলছে যার যার কাজে। শিশুরা মাছ ধরছে। মনে যাই হোক এটা আসলে বতর্মান চট্রগ্রাম শহরের দৃশ্য। ভারী বৃষ্টিতে
শহরের অধিকাংশ স্থান ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে। কোথাও কোথাও আরোও বেশি। অচল হয়ে পড়েছে স্বভাবিক জীবনযাত্রা। ছবি আজ সকালে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকা থেকে তোলা।
ছবি তুলেছেন: ফারহানা সুমি।
পরবর্তী খবর পাহাড়ে ১৩৫ লাশের পাহাড়