পাহাড়ে ১৩৫ লাশের পাহাড়
ই-বার্তা
প্রকাশিত: ১৪ই জুন ২০১৭, বুধবার
| দুপুর ১২:৩৯
চট্টগ্রাম
ই-বার্তা ।। কয়দিনের প্রবল বর্ষণে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানে পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জন হয়েছে। আহত হয়েছেন অনেকে। এছাড়া আরোও নিখোঁজ রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
নিহতের মধ্যে রাঙ্গামাটিতে সড়কের ওপর ধসে পড়া পাহাড়ের মাটি সরাতে গিয়ে চাপা পড়ে নিহতহয়েছেন দুই কর্মকর্তাসহ ৪ সেনা সদস্যও রয়েছে।
টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হওয়ায় সেখানে বসবাসকারীদের ওপর মাটি ধসে পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানান সংশ্লিষ্টরা।
এর মধ্যে রাঙ্গামাটিতে ১০১ জন, চট্টগ্রামে ২৭ জন, বান্দরবানে ৬ এবং খাগড়াছড়িতে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
পরবর্তী খবর টেকনাফে পাহাড় ধসে বাবা-মেয়ের মৃত্যু