মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
ই-বার্তা
প্রকাশিত: ১৮ই জুন ২০১৭, রবিবার
| দুপুর ০২:৩২
দুর্ঘটনা
মাদারীপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
রোববার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
ফায়ার সার্ভিস জানায়, রোববার সকালে উপজেলার কামালদি এলাকায় বরিশাল থেকে রংপুরগামী একটি বিআরটিসির বাসের সাথে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি আম বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। আহত হন ১৬ জন। তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
নিহতদের মধ্যে একজন হলো রংপুরের শুভ ঘোষ ও আরেকজন বরিশালের জাকির হোসেন। এছাড়া অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আগের খবর এসি বাস খাদে শিশু সহ নিহত ২
পরবর্তী খবর গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ২৩