গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৪, আহত ২৩
ই-বার্তা
প্রকাশিত: ১৯শে জুন ২০১৭, সোমবার
| সন্ধ্যা ০৭:২৫
দুর্ঘটনা
ই-বার্তা ।। গোপালগঞ্জে যাত্রাবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২৩ জন।
সোমবার বেলা দেড়টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের ছাগলছিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিআরটিসির বাসচালক আবুল সিকদার (৫০), বরগুনার কাওসার (১২), ভোলার মুন্নি আক্তার (১৮) এবং বাকি একজনের পরিচয় জানা যায়নি। আহতদের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশল যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ছাগলছিড়া নামল যায়গায় পৌঁছালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
দুইজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আগের খবর মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩
পরবর্তী খবর ঈদ যাত্রায় লাশ হলেন ১৬ যাত্রী