অধরাই থেকে গেল সিরিজ জয়ের স্বপ্ন
ই-বার্তা
প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৭, শনিবার
| সন্ধ্যা ০৭:৪৭
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে ৩য় ওয়ানডেতে ৭০ রানে হেরে গেছে টাইগাররা। ফলে সিরিজ জেতার স্বপ্ন অধরাই থেকে গেল। শ্রীলঙ্কার করা ২৮০রান তাড়া করতে নেমে ২১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টাইগার দলপতি মাশরাফি হারের কারণ হিসেবে ব্যাটিং এবং বোলিং এ প্রথম দশ ওভারের ব্যর্থতাকে দায়ী করছেন। তিনি বলেন ‘ব্যাটিং এবং বোলিং উভয় দিক থেকেই প্রথম দশ ওভারেই আমরা ম্যাচ হেরে গেছি। ২৮০ রান অবশ্যই তাড়া করে জেতার মতো স্কোর। আমাদের উপর চাপ ছিল না। সামনে আয়ারল্যান্ড সিরিজের আগে আমাদের একসাথে বসতে হবে এবং পরিকল্পনা করতে হবে।’ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়াবার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘সামনে টি-টোয়েন্টি ম্যাচ আছে।আমাদের চেষ্টা থাকবে ঘুরে দাঁড়ানোর’ ।
আগামী ৩ এবং ৪ এপ্রিল এ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।