‘আমি সবসময়ই চাইব আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি’
ই-বার্তা
প্রকাশিত: ৩১শে মার্চ ২০১৭, শুক্রবার
| সন্ধ্যা ০৭:৩২
ক্রিকেট
ই-বার্তা প্রতিবেদক : শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের আগে টাইগার অধিনায়ক মাশরাফি জানালেন আক্রমণাত্মক খেলার কথা। শুক্রবার অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
মাশরাফি বলেন ‘আসলে রক্ষণাত্মক থাকলে আপনি ক্রিকেট ম্যাচ জিততে পারবেন না। রিল্যাক্স থাকাটা খুব জরুরি। টেস্ট-ওয়ানডে মিলিয়ে দল এখানে টানা দুই ম্যাচ জিতেছে। যে পরিকল্পনা নিয়ে আমরা খেলেছি, সেই পরিকল্পনা মতো খেলাটা খুব জরুরি। আমি সবসময়ই চাইব আক্রমণাত্মক ক্রিকেটটাই যেন আমরা খেলতে পারি।’নিজেদের সেরাটা দেবার চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন,‘আশা করি, আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারবো।’
শনিবার ৩য় ওয়ানডেতে মুখোমুখী হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা । ১ম ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে থাকলেও ২য় ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটিং ভাবিয়েছে বাংলাদেশকে। বৃষ্টিতে ভেসে যাওয়া সেই ম্যাচে ব্যাট করা হয়নি টাইগারদের।তবে শনিবারের ম্যাচ জিতে সেই আক্ষেপ এবং সিরিজ দুটোই জয় করতে চান টাইগার অধিনায়ক।
আগের খবর আগামী আইপিএল খেলছেননা কাটার মাষ্টার
পরবর্তী খবর অধরাই থেকে গেল সিরিজ জয়ের স্বপ্ন