প্রতারক চরিত্রে জাহিদ হাসান


ই-বার্তা প্রকাশিত: ১লা এপ্রিল ২০১৭, শনিবার  | রাত ০৮:১৯ ছোট পর্দা

ই-বার্তা প্রতিবেদক : অভিনেতা জাহিদ হাসাকে দেখা যাবে প্রতারক চরিত্রে। ধারাবাহিক নাটক রাজু ৪২০ এ এই ভূমিকায় দেখা যাবে তাকে।

নাটকে সে একজন প্রতারক। মানুষকে ঠকিয়ে তাদের কাছ থেকে টাকা আত্নসাৎ করাই তার কাজ। নিজের কাজের সুবিধার জন্য সে কখনো পুলিশ, কখনো উকিল, কখনো ডাক্তার, কখনো ভিক্ষুক, কখনো রিক্সাওয়ালা, কখনো সচিব, কখনো মন্ত্রীর পিএস আবার কখনো ম্যাজিস্ট্রেটের রূপ ধরে।বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষাতেও দক্ষতা আছে তার । সে কখনো অতি বোকা কখনো অতি চালাক এবং কখনো পাগল সাজে। প্রতারণার জন্য দু একবার পুলিশের হাতে ধরা পড়লেও পার পেয়ে যায় কৌশলে।নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে আরো অভিনয় করেছেন অর্ষা, তারেক স্বপন, রাশেদ মামুন অপু, আলী রাজ, শবনম পারভিন, লুৎফর রহমান জর্জ, আনিসুর রহমান, শামীম হোসেন, মমিন বাবু। এটিএন বাংলায় ২ এপ্রিল রাতে এটি প্রচারিত হবে।

সর্বশেষ সংবাদ

ছোট পর্দা এর আরও সংবাদ