স্বাধীনতা দিবসের নাটকে একসঙ্গে মোশাররফ-জুঁই
ই-বার্তা
প্রকাশিত: ২৩শে মার্চ ২০১৭, বৃহঃস্পতিবার
| সন্ধ্যা ০৭:৫৭
ছোট পর্দা
ই-বার্তা প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের পটভূমিকে কেন্দ্র করে নির্মাতা রায়হান খান নির্মাণ করলেন বিশেষ নাটক ‘জন্ম’। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এটি নির্মিত হয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম এবং জুঁই করিম।
নির্মাতা জানান মুক্তিযুদ্ধের সময় গ্রামের একটি মেয়েকে তার বাসর ঘর থেকে তুলে নিয়ে যায় পাক বাহিনী।তাদের ক্যাম্পে মেয়েটির উপর পাশবিক নির্যাতন চালানো হয়। স্বাধীনতার পর মেয়েটি অন্তঃসত্তা অবস্থায় ক্যাম্প থেকে মুক্ত হয়। এরপর মেয়েটির আহাজারী শুনে গ্রামের এক মাঝি তাকে নৌকায় নিয়ে আসে। এখানেই সে জন্ম দেয় একটি শিশুর। কিছুদিন পর মাঝি বাচ্চাসহ মেয়েটিকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। কিন্তু শ্বশুর তাকে কোনভাবেই গ্রহণ করে না। মাঝি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে ।
এরপর কি হয় এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন তা জানতে চোখ রাখতে হবে টিভি পর্দায়। নাটকটি এটিএন বাংলায় ২৬ মার্চ রাত ৮টায় প্রচারিত হবে ।
e-barta/m
আগের খবর আপাতত সিনেমা করছিনা : তানিয়া
পরবর্তী খবর প্রতারক চরিত্রে জাহিদ হাসান