ঈদের আগে বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে জুন ২০১৭, শনিবার
| বিকাল ০৫:০৩
রাজধানী
ই-বার্তা ।। তিন মাসের বকেয়া বেতন না পেয়ে কল্যাণপুরে দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
মনড অ্যাপারেল লিমিটেড নামের ওই কারখানার প্রায় আড়াইশ শ্রমিক
শনিবার বেলা দেড়টার দিকে কল্যাণপুর ওভারব্রিজের নিচে অবস্থান নিলে গাবতলীমুখী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ মালিকপক্ষের সঙ্গে কথা বলে বকেয়া পরিশোধের আশ্বাস দিলে বেলা ৩টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান ।
কিন্তু এক পাশের রাস্তা বন্ধ থাকায় এবং অন্যপাশের গাড়ি ঘুরতে না পারায় যানজট গাবতলী পর্যন্ত পৌঁছে যায়। ফলে ঈদের আগে গাবতলীগামী বাস টার্মিনালগামী যাত্রীদের পড়তে হয় ভোগান্তিতে।
দারুস সালাস থানার ওসি (তদন্ত) ফারুকুজ্জামান বলেন, তারা দুই পক্ষের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করছেন।
পরবর্তী খবর ঢাকা এখন ফাঁকা