ঢাকা এখন ফাঁকা
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে জুন ২০১৭, শনিবার
| বিকাল ০৫:২৮
রাজধানী
ই-বার্তা ।। প্রিয়জনদের সাথে ঈদ করতে ব্যস্ততম নগরী ঢাকা ছেড়েছেন অনেকেই। তাই ব্যস্ততম এ নগরী এখন প্রায় ফাঁকা হয়ে গেছে। তবে বড় বড় বিপণিবিতান আছে এমন কিছু জায়গায় গাড়ির হালকা জট দেখা গেছে।
শনিবার রাজধানীতে এ চিত্র দেখা গেছে। গুলিস্তান থেকে জিরো পয়েন্ট পর্যন্ত কিছুটা জট লক্ষ করা গেছে। তবে জিরো পয়েন্ট পার হলেই খুব তাড়াতাড়ি গন্তব্যে চলে যাওয়া যাচ্ছে। সকালের দিকে বেশ ফাঁকা থাকলেও দুপুরের পর জট দেখা যায়।
গত বৃহস্পতিবার
অফিস শেষে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য ঢাকা ছেড়ে নিজ গ্রামে বা জেলা শহরে চলে গেছেন অনেকেই। তবে আজ বেসরকারি চাকরিজীবীদের অনেকের অফিস থাকায় ঢাকায় কিছুটা যানবাহন চলছে।
তবে অনেকেই মনে করছেন, আজকের মধ্যে ঢাকা শহর একবারে ফাঁকা হয়ে যাবে। আর এ সুযোগে আনন্দ উপভোগ করছেন ঢাকার বাসিন্দারা।
এদিকে রাজধানীর যাত্রাবাড়ী, গুলিস্তান, সায়দাবাদ ও কমলাপুর বাসস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। আজকের মধ্যে অধিকাংশ যাত্রী ঢাকা ছাড়বেন বলে মনে করছেন সবাই।
পরবর্তী খবর পঞ্চম তলা থেকে লাফিয়ে গৃহবধূর আত্মহত্যা