ফেসবুক সম্পর্কে বিস্ময়কর তথ্য


ই-বার্তা প্রকাশিত: ২৬শে জুন ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৪৮ অন্যান্য

ই-বার্তা ।। বর্তমানে যুগে বড় থেকে ছোট সবার কাছেই ফেসবুক অত্যন্ত পরিচিত একটি নাম। সামাজিক যোগায়োগের মাধ্যম হিসাবে ফেসবুক এদিকে যেমন ভালো কাজে ব্যবহৃত হচ্ছে অন্য দিকে তেমন খারাপ কাজেও ব্যবহৃত হচ্ছে। তবে ফেসবুক নিয়ে রযেছে মজার মজার কিছু অজানা তথ্য।

১. একজন ফেসবুক ব্যবহারকারীর গড়ে ১৪০ জন ‘friends’ থাকে।

২. বিশ্বের প্রতি ৭ জনের মধ্যে ১ জন ফেসবুকে ব্যবহার করে। ফেসবুকের ১০০ কোটি অ্যাকটিভ ইউজার আছে।

৩. প্রতি ৫ সেকেন্ড পর পর ফেসবুকে একটা নতুন অ্যাকাউন্ট খোলা হয়।

৪. আমেরিকায় বেশিরভাগ দম্পতি ডিভোর্সের কারণ হিসেবে একেবারে প্রথম দিকে লেখা হয় ‘ফেসবুক’। এক রিসার্চ বলছে ফেসবুকের বন্ধুদের সময় দিতে গিয়ে সম্পর্ককে অবহেলা করা হচ্ছে বেশি। সেখানে আরও বলা হয়েছে নিজের স্বামী, স্ত্রী, বান্ধবীর থেকে প্রাক্তন বা পুরনো সম্পর্কের প্রোফাইল নিয়েই বেশি আগ্রহী থাকেন ব্যবহারকারীরা।

৫. ‘facebook’ নামকরণ করা হয় ২০০৫ সালে। এর আগে ফেসবুকের নাম ছিল ‘facemash’।

৬. ফেসবুক সবচেয়ে বেশি লাইক পাওয়া পেজ facebook for every phone, তারপর facebook, তিন নম্বরে youtube এর অফিসিয়াল ফেসবুক পেজ।
৭. ফেসবুকের প্রথম ইউজার হলেন প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। তবে কোনও কারণে নিজের প্রোফাইলে নামের বানান ভুল করেছিলেন জুকারবার্গ।

৮. শুরুতে ফেসবুকে যে কেউ অন্যের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারত।
৯. গড়ে একজন ফেসবুক ইউজার প্রতিদিন এক ঘণ্টা করে সময় ফেসবুকের জন্য খরচ করেন।

১০. ফেসবুকে ১ কোটি অ্যাপস, ৫ কোটি ফেসবুক পেজ, ১ ট্রিলিয়ন লাইক আছে। ২৫ কোটি ফেসবুক গেমস প্রতি মাসে খেলা হয়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ