ভ্যাট আইন কার্যকর হবে না আগামী দুই বছর ঃ শেখ হাসিনা
ই-বার্তা
প্রকাশিত: ২৮শে জুন ২০১৭, বুধবার
| সন্ধ্যা ০৭:৫০
বাণিজ্য
ই-বার্তা ।। আগামী দুই বছর নতুন মূল্য সংযোজন কর (ভ্যাট আইন) বাস্তবায়ন স্থগিত রাখতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই দুই বছর আগের আইনেই ভ্যাট আদায় করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বুধবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সুপারিশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, নতুন ভ্যাট আইন নিয়ে যেহেতু কথা উঠেছে, ব্যবসায়ীরাও এই আইনে তেমন সাড়া দিচ্ছেন না, সে কারণে আমি মনে করি এই আইন আগে যেমন ছিল আগামী দুই বছরও তেমনই থাকবে।
এছাড়া ব্যাংকের আবগারি শুল্ক তিন স্তরে করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
পরবর্তী খবর ১ থেকে ৫ লাখ টাকার আবগরি শুল্ক ১৫০ টাকা