পেঁয়াজের দাম দিগুণ করেছে ভারত
ই-বার্তা
প্রকাশিত: ২৪শে নভেম্বর ২০১৭, শুক্রবার
| দুপুর ০১:৫৭
বাণিজ্য
ই-বার্তা ।। ভারত পেঁয়াজ রপ্তানিতে প্রায় দ্বিগুন দাম বাড়িয়েছে। এতোদিন প্রতি মেট্রিকটন পেঁয়াজ চারশো থেকে পাঁচশো ডলারে আমদানি করা গেলেও, নতুন দামে তা কিনতে হবে ৮৫০ ডলারে।
এই নতুন দাম শনিবার থেকে কার্যকর হবে। এতোদিন ভারত ও বাংলাদেশের মধ্যে পেঁয়াজ আমদানি-রপ্তানিতে মূল্য নির্ধারণ করা ছিলো না। এদিকে, দাম বাড়ানোর ঘোষণায় হিলি স্থল বন্দরে কেজিপ্রতি পেঁয়াজের দাম ২০ টাকা বেড়েছে।
এক সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের পাইকারী দাম ছিলো ৪০ থেকে ৪৫ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়।