বিমানে শ্রমিক আন্দোলনে নিষেধাজ্ঞা জারি
ই-বার্তা
প্রকাশিত: ২রা এপ্রিল ২০১৭, রবিবার
| রাত ০৯:২৬
অন্যান্য
ই-বার্তা প্রতিবেদক : বিমান শ্রমিক ইউনিয়নের সকল আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বিমানের সেবা নির্বিঘ্ন করতে এ সম্পর্কিত একটি আদেশ জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর ফলে শ্রমিক-কর্মচারীদের সংগঠন সিবিএ এবং বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের মতো সংগঠনগুলো এখন থেকে ধর্মঘট, কর্মবিরতি, অবরোধের মতো কর্মকান্ড করতে পারবেনা। মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার জানান, বিমানের কর্মীদের ‘অত্যাবশ্যকীয় শ্রমিক’ ঘোষণা করে আগামী ৬ মাসের জন্য এ খাতের সেবায় সব ধরনের আন্দোলনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।