অভ্যন্তরীণ ফ্লাইটেও ছবিযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক


ই-বার্তা প্রকাশিত: ৫ই জুলাই ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫৬ অন্যান্য

ই-বার্তা ।। সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় এখন থেকে ছবিযুক্ত পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইন্সকে এই নির্দেশনা দিয়েছে বেসামরিক চলাচল কর্তৃপক্ষ।

অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা যেকোনো সরকারি অথবা বেসরকারি প্রতিষ্ঠানের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।

শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয় পত্র রাখতে হবে। যাত্রী এবং উড়োজাহাজের নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ