কনস্টেবল পারভেজ মিয়ার বুদ্ধিমত্তায় বাচলো অর্ধশতাধিক প্রান
ই-বার্তা
প্রকাশিত: ৮ই জুলাই ২০১৭, শনিবার
| বিকাল ০৩:০৯
বিশেষ প্রতিবেদন
ই-বার্তা ।। কুমিল্লার দাউদকান্দিতে পুলিশ কনস্টেবলের বুদ্ধিমত্তা ও সাহসিকতায় প্রাণে বেঁচে গেছে দুর্ঘটনা কবলিত একটি বাসের অন্তত অর্ধশত যাত্রী।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য কনস্টেবল পারভেজ মিয়াকে পুরস্কৃত করা হয়েছে।
তিনি বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুরে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে চাঁদপুরগামী বাস মতলব এক্সপ্রেস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।
এ সময় গৌরীপুরে দায়িত্বরত দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল পারভেজ মিয়া ডোবায় লাফিয়ে পড়েন। প্রথমে দ্রুত গাড়ির জানালার কাচ ভেঙে দিলে গাড়ির ভিতরে থাকা যাত্রীরা বেরিয়ে আসেন।
পরে পানিতে ডুব দিয়ে সাত মাস বয়সী এক শিশু ও পাঁচ নারীসহ মোট ১২ জনকে উপরে তুলে আনেন তিনি। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা গাড়িটি তুলে আনে বলে জানান ওসি কালাম।
বিকালে কনস্টেবল পারভেজ মিয়ার জন্য কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার পরিতোষ ঘোষ ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন।এছাড়া পারভেজকে ঘটনাস্থলে উপস্থিত হাজারো মানুষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।