মিরসরাই ট্রাজেডির ষষ্ঠ বর্ষ আজ


ই-বার্তা প্রকাশিত: ১১ই জুলাই ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:৫৮ চট্টগ্রাম

ই-বার্তা ।। ২০১১ সালের এ দিনে মিরসরাই স্টেডিয়াম থেকে একটি ফুটবল টুর্ণামেন্টের খেলা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৪ জন স্কুল ছাত্র। এছাড়া ওইদিনই সন্তানের মৃত্যু শোকে মারা যান এক বাবা। চালকের অবহেলায় শিক্ষার্থী বোঝাই ট্রাকটি রাস্তার পাশে খালে পড়ে দুর্ঘটনাটি হয়। এ

রপরই উদ্ধার তৎপরতায় ঝাঁপিয়ে পড়েন সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা। একে একে সারিবদ্ধ লাশ দেখে ওইদিন শোকাহত স্বজনদের বুকফাটা আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। সহপাঠিদের হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন আবু তোরাব হাইস্কুলের শিক্ষার্থীরা। সেদিনকার সেই স্মৃতি স্মরণ করে প্রতিবছর নিহতদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম এর আরও সংবাদ